Quantcast
Channel: Banglalink free net – Trickbd.com
Viewing all 437 articles
Browse latest View live

Banglalink সিম দিয়ে এখন থেকে আজীবন Free তে সকল Website Browse+Download করুন।

$
0
0

আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের জন্য আজ এক অসাধারণ Post নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে Banglalink সিমে Free Net চালানোর (Browse+Download) জন্য Hiload বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। কিন্তু বর্তমানে Hiload সম্পূর্ণ বন্ধ। অনেকেই তাই আর Free Browsing বা Download করতে পারছে না। অবশ্য কিছুদিন আগে এক ভাই যদিও Banglalink Sim দিয়ে Free Net চালানোর Post করেছিলো, সেটার Speed ছিলো কম এবং কিছু কিছু File Download করা যেতো না। কিন্তু আজ আমি আপনাদের জন্য যেই Trick নিয়ে এসেছি, এটা দিয়ে আপনারা High Speed-এ Browsing+Downloading করতে পারবেন। অনেক কথা হলো, এবার মূল কাজে আসা যাক।

 

যেভাবে Free Net চালাবেন-

এর জন্য প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে।

অথবা, আপনার Browser-এ গিয়ে লিখুন-

https://hyperbyte.net


 

তাহলে নিচের মতো Page আসবে।

 

এখানে Enter URL লিখা বক্সে আপনার Web Address লিখে Unblock> -এ ক্লিক করুন।

 

তাহলে দেখবেন আপনি ঐ Site-এ চলে গেছেন। কিছু Screenshot নিচে দেওয়া হলো-

 

[বি. দ্র.- সিমে অবশ্যই টাকা বা MB রাখবেন না। এই Site দিয়ে শুধু Browse এবং Download করতে পারবেন, YouTube-এ প্রবেশ করতে পারবেন, কিন্তু Video দেখতে পারবেন না। Browsing করলে বেশি Speed পাওয়া যায়। তবে Download করলে 80-100 KB-র বেশি Speed পাবেন না। আরো কিছু জানার থাকলে অনুগ্রহপূর্বক Comment করবেন।]

আমার Sim আহামরি কোনো Sim না। এটা আমার দুইটা সিমে চলেছে। তাই আপনাদেরও চলবে বলে ধারণা করা যায়।

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর চাইলে আমার ছোটো YouTube Channel টা অনুগ্রহ করে Subscribe করবেন-

My YouTube Channel

আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।

The post Banglalink সিম দিয়ে এখন থেকে আজীবন Free তে সকল Website Browse+Download করুন। appeared first on Trickbd.com.


বাংলালিংক ফ্রি নেট ২০২০,এই বছরে যারা ফ্রিনেট পান নাই তাদের জন্য।

$
0
0

আসলামুআলাইকুম! আজকে আপনাদের দেখাতে
যাচ্ছি আপনারা কিভাবে একটি বাংলালিংক সিম দ্বারা আপনি
ফ্রি নেট ইউজ করবেন।আমাদের সাইটে
নিয়মিত ট্যাকনিক্যাল পোস্ট করা হয় যা থেকে
আপনি আপনার ইন্টারনেট লাইফ কে আরো
সুন্দর ভাবে সহজ ও সাবলিল করে নিতে
পারবেন।
কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে নেমে পড়ি।

বাংলালিংক ফ্রি নেট কিভাবে কাজ করেঃ

Banglalink ফ্রিনেট আসেলে কিছু সার্ভারের
বরাদ্দকৃত মেগাবাইট ইউজ করে ফ্রিনেট
চলে। আসলে আপনারা অনেকেই অবগত
আছেন যে ফ্রি নেট আসলে ফ্রি প্রোক্সি
ব্যবহার করেই চলে।আমরাও এই ভাবে ফ্রিনেট
ইউজ করবো।

স্পিড কেমন হবে এই Free Net এঃ

আপনি যদি থ্রিজি গ্রাহক হয়ে থাকেন তবে আপনি
আপনার ক্রয়কৃত এম্বি এর তুলনায় ১৫% স্পিড কম
পাবেন।একই ক্ষেত্রে ফোরজি গ্রাহকরাও
ব্যবহার করতে পারবেন তবে আপনার মনে
হবেনা যে আপনি ফ্রিনেট ইউজ করছেন।আমি
থ্রিজিতেও ব্যবহার করে দেখেছি আমার
ইউটিউব ভিডিও দেখতে তেমন কোনো
সমস্যা হয়নি।আপনিও ইন্টারনেটের সব কাজ
করতে পারবেন এই ফ্রি নেটের মাধ্যমে।

বাংলালিংক FreeNet ব্যবহার করার নিয়মঃ

আপনি খুব সহজেই এই ফ্রি নেট ইউজ করতে
পারবেন আপনার কোনো সেটিং করা লাগবেনা।
যেমন অন্যান্য ফ্রিনেটের ক্ষেত্রে
অনেক সেটিং করতে হয় তা আপনার সাধারন কিছু
সেটাপ করলেই আপনি ফ্রিনেট ইউজ করতে
পারবেন।

কি কি লাগবেঃ

    1. বাংলালিংক সিম
    2. ফেসবুক ম্যাসেন্জার
    3. ফ্রি নেট ভিপিএন
    4. সিমে টাকা রাখা যাবেনা।অবশ্যই ডেট
    থাকতে হবে।
    5. সাধারন কিছু ট্যাকনিক।

আপনার বাংলালিংক সিম যদি লাগানো থাকে তবে
সঠিক ভাবে ডাটা কানেকশন দিবেন।অনেক সময়
আপনার ফোনের ডাটা সেটিং এ সমস্যা থাকার
কারনে ফ্রিনেট চলে না আবার এমনকি ডাটা
কিনলেও আপনার ফোনে ইন্টারনেট চলেনা
তাই অবশ্যই আপনার ডাটা কানেশন যদি ঠিক না
থাকে তবে ঠিক করে নিন।( এই সমস্যা গুলো
বেশি হয়ে থাকে বিদেশ থেকে আনা ফোন
গুলো।)
আপনার ফোনে যখন দেখবেন সঠিকভাবে
ডাটা সিগনাল চলে আসছে তখনই আপনার
ম্যাসেন্জার এ ঢুকুন এবং আপনার কোনো
ফ্রেন্ড কে একটা ম্যাসেজ করার চেস্টা
করুন।
যদি ম্যাসেজ সেন্ট হয় তবে ভালো আর না
হলেও সমস্যা নাই।যদি ম্যাসেজ সেন্ট হয় তবে
আপনার ফ্রিনেট চলবে এটা ১০০% নিশ্চিত। আর
যদি ম্যাসেজ নাও যায় তবেও আপনি পুরোটা
চেস্টা করে দেখেন কারন আমি কিছু ফোনে
চেক করে দেখেছি যে ম্যাসেন্জারে
ম্যাসেজ সেন্ট হয়নি তবে আবার ফ্রি নেট
চলছে।তাই আপনি চেস্টা করে দেখতে
পারেন।তারপরও যদি না হয় তবে আপনার অন্য
বাংলালিংকি সিম এ ট্রাই করতে পারেন।আশা করি
আপনার হবেই।
আপনার অনেকেই অবগত আছেন যে
ফ্রিনেট বেশির ভাগ ভিপিএন এর মাধ্যমে চলে ।
কিছুদিন আগে আমরা স্কাইভিপিএন দিয়ে
গ্রামিনফোনে ফ্রি নেট ইউজ করেছি। আর
এখনো অনেক দেশে SkyVPN দিয়ে ফ্রি
নেট চলছে।
তেমনি একটা ভিপিএন এপস নাম সাইফোন
ভিপিএন এটা হয়তো অনেকেই চিনেন তবে
সঠিক ব্যবহার না জানার কারনে অনেকেই
আনইনস্টল করে দিছে।
যদি সঠিক ব্যবহার করতে পারেন তবে আপনি
যতদিন ফ্রি ম্যাসেন্জার অফ না হবে অথবা
ম্যাসেন্জার সার্ভার চেন্জ না হবে ততদিন
ফ্রিনেট ইউজ করতে পারবেন।

ডাউনলোড করে নিন Android সাইফোন ভিপিএনঃ
Download Link Mod (Safe)

পিসি এর জন্য ডাউনলোড করে নিনঃ Download
For PC (Safe)

এই সফটওয়্যার গুলো মোড করা এই গুলো
আনলিমিটেড থাকেনা শুধু এখান থেকে
ডাউনলোড করলেই আপনি আনলিমিটেড
ইউজ করতে পারবেন। পিসি এবং মোবাইলে একই সিস্টেম। তাই আমি
আলাদা ভাবে দেখালাম না।

ইনস্টল করে আপনার ফোন থেকে নিচের
স্ক্রিন সটের মতো করে সেট করে নিন।
প্রথমে এপসটি ওপেন করলেই আপনি এমনি
একটি পেজ পাবেন তারপর আপনি এখান থেকে
ক্লিক করুনঃ TUNNEL WHOLE DEVICE
তারপর Okay তে ক্লিক করুন।


এবার ALLOW করে নিবেন
আপনার আপাতত কাজ শেষ আপনি এবার নিচের
দিকে খেয়াল করে সাইফোন স্পিড দেখাচ্ছে
আনলিমিটেড ।যদি আপনি প্লেস্টোর অথবা
অন্য কোথাও থেকে ডাউনলোড করেন
তবে আপনি ওখানে নির্দিষ্ট লিমিট থাকবে যা
দিয়ে আপনি হাইস্পিড ফ্রিনেট ব্যবহার করতে
পারবেন না।
খেয়াল করুন সাইফোনের P টা লাল হয়ে
আছে।নিচে লেখা আছে Stop তার কারন
আপনার ভিপিএনটি কানেক্ট হচ্ছে।যখনই
কানেক্ট হয়ে যাবে তখনই P টা সবুজ হয়ে
যাবে।
P টা সবুজ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনাকে
আপনার ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে।তারপর
আপনি মিনিমাইজ করে আপনি সকল কিছু চালাতে
পারবেন।
প্রুফ আমি ভিডিও ওপেন করেছি ক্লিয়ার ভিডিও
দেখেছি তবে কোনো বাফারিং ছাড়া।
আপনি আপনার সিমে ম্যাসেন্জারের জন্য
যতএম্বি পাবেন সবই আপনি ইন্টারনেট ইউজ
করে ফুরাতে পারবেন আর যদি কোনো
মাসে ফুরিয়ে যায় তবে আপনি পরে মাসে আবার
ট্রাই করবেন আপনি আবার চালাতে পারবেন তাই
বলে ভাববেন না যে বন্ধ হয়ে গেছে।
আর যাদের ম্যাসেন্জারে ম্যাসেজ সেন্ট
হচ্ছেনা তারা *5000*111# ডায়াল করে তারপর
চেস্টা করুন।

পোস্ট টি প্রথম প্রকাশিত Wikijana.com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা আপনার টাকার পরিমান সবনিম্ন 2০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।


The post বাংলালিংক ফ্রি নেট ২০২০,এই বছরে যারা ফ্রিনেট পান নাই তাদের জন্য। appeared first on Trickbd.com.

[Hot Post] বাংলালিংক সীমে ফ্রিনেট চালান। প্রমান সহ অস্থির স্পিড।যাদের চলে না স্পীড পান না তাদের ফোনেও চলবে স্পীড পাবেন অস্থির।

$
0
0

আস্সালামু ওয়াইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম বাংলালিংক ফ্রিনেট নিয়ে।আপনারা অনেই এই ফ্রিনেট টা ব্যবহার করতেছেন আবার অনেকেই স্পিড সমস্যা জনিত ভুগতেছেন।কেও আর এসব এর সমস্যায় পড়বেন না।সবাই মনের মত ব্যাবহার করতে পারবেন ফ্রিনেট।তো বেশি কথা বলবো না। আমি জাস্ট কিছু স্ক্রিনশর্ট এর মাধ্যমে প্রমান সহ দেখিয়ে দিব। কিভাবে এপটি ব্যবহার করবেন।তবে একটি কথা না বললেই নয়।যাদের ফোনে এপটি আছে তারা ওটা আনইনস্টল করে দিয়ে এটা ডাউনলোড করতে হবে।আপনি ভাবছেন একি তো এপ জি না এক এপ নয়।কারন আমার দেয়া এপটিতে যে স্পিড দিবে তা আপনার ফোনে ব্যবহার করা এপটি এতোটা স্পিড দিবে না।তাই আমার দেয়া এপ ব্যবহার করতে পারেন হাই স্পিডের জন্য।নিচে স্পিড দেখিয়ে দিবো।প্রথমেই দেখেনিন আমার সীম কোনটাতে কানেক্ট করেছি

স্পিড দেখুন

এখন এপটি ডাউনলোড করুন
https://gplinks.co/beta10
DOWNLOAD NOW

পর্যায় ক্রমে কাজ করুন যেভাবে দেয়া আছে।


P এরকম নীল হলে আপনাকে একাই ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে তারপর আপনি মিনিমাইজ করে সব চালাতে থাকুন।
ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

The post [Hot Post] বাংলালিংক সীমে ফ্রিনেট চালান। প্রমান সহ অস্থির স্পিড।যাদের চলে না স্পীড পান না তাদের ফোনেও চলবে স্পীড পাবেন অস্থির। appeared first on Trickbd.com.

[Banglalink Free Net]এই দশটি Website-এর মাধ্যমে Free তে Unlimited Browse+Download করুন

$
0
0

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে একটা Website দিয়ে Free Browse+Download-এর Trick দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু জনের তা চলেনি। তাই আজকে বিশেষ করে তাদের জন্যই কষ্ট করে দশটা Site জোগাড় করেছি যেগুলো দিয়ে Free তে‌ Browse ও Download করা যাবে।

[সতর্কীকরণ: এগুলো যে সবার Sim-এই চলবে তার Guarentee আমি দিতে পারবো না। তবে হ্যাঁ,‌ Minimum দুই-একটা চলতে পারে। আসলে Banglalink-এর সব Sim এ Free Net চালানো যায় না। এটা Sim-এর দোষ। কাজেই বাস্তবতা উপলব্ধি করুন, আমাকে অযথা গালিগালাজ করবেন না।]

🔴 Sim-এ অবশ্যই টাকা/MB রাখবেন না।

🔴 যারা YouTube Video দেখতে চান, তাদের জন্য এই Site নয়। শুধু Browse এবং Download করতে পারবেন।

🔴 সব Site থেকে Download করা সম্ভব না। অনেক ক্ষেত্রে Download করতে গেলে করা যায় না, তবে এমন না যে, কোনো Site থেকেই করতে পারবেন না।

🔴 বেশিরভাগ ক্ষেত্রেই Speed 50-60 Kbps এর উপর উঠে না। এই পর্যন্ত আমার দেখা সর্বোচ্চ Speed 108KB।

 

প্রত্যেকটা Site-এ প্রবেশ করলেই সামনে একটা URL Bar দেখতে পাবেন। ওখানে আপনি যেই Website-এ যেতে চান তার নাম লিখলেই আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে।

 

Website গুলো নিচে দেওয়া হলো-

[শুধু লিখার উপর ক্লিক করলেই যেতে পারবেন]

 

Unblock Website

Free Proxy

Proxysite Cloud

Unblock Sites

Hidester

Unblock Link

A to Z proxy

Proxysite Video

Unblock Website

Hyperbyte

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। চাইলে আমার YouTube Channel টা ঘুরে আসতে পারেন-

My YouTube Channel

আসসালামু আলাইকুম।

The post [Banglalink Free Net]এই দশটি Website-এর মাধ্যমে Free তে Unlimited Browse+Download করুন appeared first on Trickbd.com.

বাংলালিংক নতুন সিমে ফ্রি 12 জিবি ইন্টারনেট

$
0
0

আসসালামু আলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি

আজকে আপনাদের জন্য বাংলালিংকের নতুন একটি অফার নিয়ে হাজির হয়েছি আজকের এই অফারটি শুধু বাংলালিংক নতুন সিমের জন্য যাদের নতুন সিম আছে তারা প্রত্যেকেই পাবেন ফ্রী 12 জিবি ইন্টারনেট বাংলালিংক নতুন সিমে প্রথমবার 48 টাকা রিচার্জে পাবেন ফ্রী 2 জিবি ইন্টারনেট এবং 1 পয়সা সেকেন্ড কলরেট এবং বাকি ফ্রী 10 জিবি ইন্টারনেট পাবেন এক মাস পর পর প্রতিমাসে 1 জিবি করে 10 মাসে মোট 10 জিবি ইন্টারনেট ফ্রি পাবেন

তো চলুন দেখে নিই কিভাবে ফ্রি 1 জিবি পাবেন

প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান এবং টাইপ করুন *132*111#

ডায়াল করার সাথে সাথে পেয়ে যাবেন ফ্রী 1 জিবি দেখুন আমি পেয়েছি ফ্রী 1 জিবি ইন্টারনেট

আশা করি সবাই পেয়েছেন ফ্রী 1 জিবি ইন্টারনেট

Note : এই সাইটটি বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগ নাম্বার 01734599830

অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন

ভালো লাগলে আমার সাইট এ ঘুরে আসবেনআমার সাইট

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডি সাথেই থাকবেন ধন্যবাদ

The post বাংলালিংক নতুন সিমে ফ্রি 12 জিবি ইন্টারনেট appeared first on Trickbd.com.

[Super Post]বাংলালিংক সীমে এসএমএস করুন আনলিমিটেড একদম ফ্রীতে!!সবাই পাবেন।।[java+android]

$
0
0

আসসালামু আলাইকুম ও আদাব

    আপনারা সকলে কেমন আছেন?

আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।

আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো।

    একটা কথাঃ

আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

    আজকের পোষ্টঃ

আজকের পোষ্টটা অনেক ছোট হলে অনেক কাজের।
এবার আপনার বাংলালিংক সীম থেকে বাংলালিংক সীমে এস এম এস করুন আনলিমিটেড ফ্রিতে।আপনার যত ইচ্ছা ততো SMS পাঠান।সবার BL সীমেই হবে।এটা মূলত করনা ভাইরাসের কারনে বাড়িতে বসে সময় কাটানোর জন্য দেয়া হয়েছে।এই অফার শুধু ৭ দিনের জন্য।এই ৭দিন আপনি যেকোনো বাংলালিংক সীম আনলিমিটেড এস এম এস পাঠাতে পারবেন ফ্রিতে।তো চলুন কিভাবে চালু করবো এটা।প্রথমে আপনি *166*333# এটা ডায়াল করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।তাহলেই বাংলালিংক থেকে একটা এস এম এস আসবে।তো চালু হয়ে গেল অফারটা।এখন যেকোনো বাংলালিংক সীমে ফ্রীতে এস এম এস করুন।
……..

তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।

Contact Me On Facebook

.
জাভা,এনড্রইড ও ওয়াপকিজ এর সকল টিপস পেতে আমাদের পেজে লাইক দিন।
ভিজিট করতে নিচে ক্লিক করুন।
Java-Android Tips And Wapkiz Help
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।

    খোদা হাফেজ

The post [Super Post]বাংলালিংক সীমে এসএমএস করুন আনলিমিটেড একদম ফ্রীতে!!সবাই পাবেন।।[java+android] appeared first on Trickbd.com.

বাংলালিংক সিমে ছবিসহ আনলিমিটেড ফ্রিতে ফেসবুক চালান

$
0
0


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আমি মোঃ শাকিল হাসান আজকের পোষ্টে স্বাগতম জানাচ্ছি।
পোষ্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলালিংক সিম দিয়ে আনলিমিটেড ফ্রিতে ছবিসহ ফেসবুক চালাবেন।
তবে কতদিন চালাতে পারবেন সেটা আমার জানা নেই।
যাইহোক প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো বাংলালিংক সিম দিয়ে ফ্রি ফেসবুক চালানোর নিয়ম।
আমি আপনাদের ফেসবুক লাইট অ্যাপ দিয়ে দেখাবো তাই আপনাদের যাদের ফেসবুক লাইট অ্যাপটি নেই তারা ইনস্টল করেনিন,ইনস্টল করতেএখানে ক্লিক করুন
ব্রাউজার অথবা ফেসবুক অ্যাপ দিয়েও ফ্রিতে চলতে পারে তবে আপনারা চেষ্টা করে দেখবেন।
আমি আপনাদের ফেসবুক লাইট অ্যাপ দিয়ে দেখাচ্ছি।
যাইহোক ফেসবুক লাইট ইনস্টল করে আইডি লগইন করেনিন।
তো প্রথমে দেখাই আমার সিমে কোনো টাকা অথবা এমবি নেই দেখুন নিচের স্কিনশর্ট।


তো ফেসবুকে প্রবেশ করলেও দেখুন ফ্রি মুড এ রয়েছে এমবি না থাকায়


এবার স্কিনশর্ট ফলো করুন কিভাবে ছবিসহ ফেসবুক চালাবেন








এভাবেই আপনারা ছবিসহ ফেসবুক চালাতে পারবেন তবে একটা কথা আপনারা ভিডিও প্লে করে দেখতে পারবেন না।
সর্বশেষ একটি কথা অন্য সিমে চলবে কিনা আমার জানা নেই আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
যাদের পোষ্টটি বিশ্বাস হচ্ছেনা অথবা বুঝতে পারেননি তারা ভিডিওটি দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে

★বাংলালিংক সিমে আনলিমিটেড ছবিসহ ফ্রিতে ফেসবুক চালান

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন।

★প্রতিনিয়ত ফ্রিনেট এবং ফ্রিকলের আপডেট সবার আগে পেতে জয়েন করুন আমাদের telegram চ্যানেলেBDTRICKSH

“★যারা TWT টোকেন এবং রিং আইডির কয়েন সেল দিতে চান তারা যোগাযোগ করুন Imo & whatsapp :01987821162
আমার আগের পোষ্টঃ
★★My gp অ্যাপ থেকে ৫০০ রিওয়ার্ড পয়েন্ট ফ্রিতে নিয়েনিন,যারা আগে নিয়েছেন এবং এখনো নেননি তাদের সবার জন্য, সাথে আনলিমিটেড রেফার ট্রিকস

★★Amberit একাউন্ট একটিভ করে আবারো ফ্রিতে কথা বলুন প্রতি নাম্বার থেকে ৫০ মিনিট

“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, চ্যানেলটিতে যেতে অথবা সাবসক্রাইব করতে”

আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post বাংলালিংক সিমে ছবিসহ আনলিমিটেড ফ্রিতে ফেসবুক চালান appeared first on Trickbd.com.

The site was hacked by the account readers https://iq-acc.com/

$
0
0

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The site was hacked by the account readers https://iq-acc.com/

The post The site was hacked by the account readers https://iq-acc.com/ appeared first on Trickbd.com.


Banglalink সিমে unlimited Call এবং internet ফ্রি। সিমিত সময়ের জন্য।

$
0
0

আপনার বাংলালিংক সিম থেকে যেকোনো নাম্বারে আনলিমিটেড কথা বলুন এবং আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন কোন টাকা ছাড়াই। তাদের সার্ভারে সমস্যা এইজন্য আনলিমিটেড কল এবং আনলিমিটেড ডাটা ইউজ করা যাচ্ছে।

কেউ পার্সোনাল সিমে করবেন না… পরবর্তীতে যদি সমস্যা হয় দোষ দিতে পারবেন না কিন্তু

The post Banglalink সিমে unlimited Call এবং internet ফ্রি। সিমিত সময়ের জন্য। appeared first on Trickbd.com.

বাংলালিংক ইউজাররা নিয়ে নিন আনলিমিটেড ইন্টারনেট! তারাতাড়ি করুন! (প্রতিবার লগিনে ৫০০ MB)

$
0
0

আসসালামু আলাইকুম।

আশা করছি এখন পর্যন্ত ট্রিকবিডিবাসী সবাই ভাল আছেন।

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

বাংলালিংক ইউজাররা আনলিমিটেড ইন্টারনেট নিতে পারবেন হ্যা এরকমই একটি ট্রিক এখন শেয়ার করতে যাচ্ছি।

তো চলুন শুরু করা যাক।

প্রথমেই  এই লিংকে   ক্লিক করুন বা নিচের URL টি

https://www.banglalink.net/dbss_prod/data-campaign/?id=100MBSIGNUPBONUS

কপি করে একটি ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিয়ে ওপেন করুন। ওপেন করলে নিচের মতো ইন্টারফেস

দেখতে পাবেন।

 

এবার ফাকা ঘরে আপনার বাংলালিংক নাম্বারটি বসিয়ে সাবমিট এ ক্লিক করুন।

আপনার নাম্বারে একটি OTP কোড যাবে সেই কোডটি এবার বসিয়ে দিয়ে সেন্ড এ ক্লিক করুন।

সেন্ড এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। ব্যাস মেসেজ চেক করে দেখুন পেয়ে গেছেন ৫০০ এম্বি যার মেয়াদ ৪ দিন। এভাবে একই পদ্ধতি অনুসরণ করে বার বার নিতে থাকুন।

বি.দ্র: ওয়েবসাইটে ১০০ এম্বি দেখালেও ৫০০ এম্বি করে পাবেন। 

প্রুফ 👇(আমার বাংলালিংক সিম না থাকায় আমার ফ্রেন্ডের নাম্বারে ইন্টারনেট নিয়ে প্রুফ দেখিয়েছি। তাই স্ক্রিনশটটি আলাদা ফোনের)

 

 

 

আর একটা কথা,

ভাই যেকোনো সময় এই সিস্টেম টা বন্ধ হয়ে যেতে পারে তাই পরে এসে বকাবকি কইরেন না।

ধন্যবাদ।

The post বাংলালিংক ইউজাররা নিয়ে নিন আনলিমিটেড ইন্টারনেট! তারাতাড়ি করুন! (প্রতিবার লগিনে ৫০০ MB) appeared first on Trickbd.com.

বাংলালিংকে আনলিমিটেড ইন্টারনেট নিয়ে নিন ফ্রিতে।প্রতিবার লগইন করলেই পাবেন ৫০০ এমবি।[সময় সীমিত]

$
0
0

বাংলালিংকে আনলিমিটেড ইন্টারনেট নিয়ে নিন ফ্রিতে।
তারা হুরও করে পোস্ট করা যাতে সবাই কিছু পায়, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন 🙏

প্রথমে এই লিংকে ক্লিক করে
নিজের বাংলালিংক নাম্বার টা দিয়ে সাবমিট করুন তারপর ওই নাম্বারে কোড যাবে সেটা কনফার্ম করুন।
কনফার্ম করলেই পাবেন ৫০০ এমবি।
এভাবে যত বারই লগইন কনফার্ম করবেন ততবারই ৫০০ এমবি করে পাবেন।
মেয়াদ থাকবে মেগাবাইট এর চার দিন।
এমবি চেক করতে ডাইল : *৫০০০*৫০০#
সময় সীমিত, হ্যারি আপ
ভুল ত্রুটি মার্জনীয়

The post বাংলালিংকে আনলিমিটেড ইন্টারনেট নিয়ে নিন ফ্রিতে।প্রতিবার লগইন করলেই পাবেন ৫০০ এমবি।[সময় সীমিত] appeared first on Trickbd.com.

বাংলালিংক সিমে ফ্রি তে 1GB Youtube প্যাক নিয়ে নেন। (সবাই পাবেন না)

$
0
0

সবাই কেমন আছেন।

আশা করি ভালো আছেন।

আছকে আমি বাংলালিংক সিমের একটা অফার নিয়ে এসেছি তা হচ্ছে ফ্রি 1GB Youtube প্যাক (এই অফার টা সবাই নিতে পারবেন না)

এই অফার নিতে বাংলালিংক সিম থেকে ডায়েল করেন *888#

তার পর ইন্টার দেন ১

তার পর আবার ইন্টার দেন ১

তার পর দেখেন এমবি চলে এসেছে।

এই দেখেন Youtobe চলতেছে।

বিঃদ্র:

এই এমবি দিয়ে সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ।

যারা Ring id ব্যবহার করেন তাড়া আমাকে একটা করে ভোট দিবেন প্লিজ একাউন্ট নাম্বার 12253725

ধন্যবাদ

The post বাংলালিংক সিমে ফ্রি তে 1GB Youtube প্যাক নিয়ে নেন। (সবাই পাবেন না) appeared first on Trickbd.com.

[Banglalink] যারা 500mb করে ফ্রি নিয়েছিলেন তারা দেখুন।কিভাবে mb এর মেয়াদ বারাবেন।আর প্রতিদিন 25mb একদম ফ্রি।

$
0
0

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

যেমনটি SAKHAWAT ভাই বাংলালিন্ক সিমে 500mb করে ফ্রি mb নেওয়ার পোস্ট দিয়েছিলেন।আপনারা পেয়েছেনও।আমিও 2gb পেয়েছি।গতকাল সন্ধ্যার সময় এটা বন্ধ হয়ে যায়।তো এখন কাজের কথাই আসি।
mb এর মেয়াদ দেওয়া হয়েছে ৪ দিন।আমি যে ট্রিকটি দেখাবো সেটা দিয়ে প্রতিদিন ১ দিন করে মেয়াদ বাড়বে,অর্থাৎ আজকে মেয়াদ ৪ দিন হলে আগামীকাল হবে ৪-১=৩ দিন।কালকে কাজটি করলে নতুন মেয়াদ পাবেন ৪ দিনের বা ৩+১ দিন। ৩+৪ দিন না কিন্তু।

যেভাবে করবেন:

প্রথমেই দেখুন

এখন বাংলালিংক এর eselfCare ওয়েবসাইট বা My Banglalink App এ প্রবেশ করে আপনার Number ও Password দিয়ে Log in কিরে নিন।

যদি Sign in/Registration করা না থাকে তাহলে আগে Sign in কিরে নিন।100mb বোনাসও পাবেন।

আর কিছু করতে হবে না। কিছুক্ষণ পর ফ্রি 25mb এর একটা ম্যাসেজ পাবেন।

এবার চেক করে দেখুন নতুন মেয়াদ ৪ দিন/১ দিন বেরেছে।

এভাবে প্রতিদিন 25mb পাবেন আর মেয়াদও বারতে থাকবে।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।উপকার হলে লাইক দিয়ে যাবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।
[Power Schedule]আপনার ফোন অটোমেটিক রিবুট/বন্ধ হবে,ডাটা ও ব্লুটুথ চালু-বন্ধ হবে।শুধু টাইম সেট করে দিবেন।

[Essential Launcher]50 kb এর একটি লঞ্চার শুধুমাত্র লাইট ইউজারদের জন্য।

My Blog for Root,Recovery,Roms

The post [Banglalink] যারা 500mb করে ফ্রি নিয়েছিলেন তারা দেখুন।কিভাবে mb এর মেয়াদ বারাবেন।আর প্রতিদিন 25mb একদম ফ্রি। appeared first on Trickbd.com.

আবারো বাংলালিংক সিমে 500 এমবি করে নিন এবং প্রতিদিন লগইনের পাবেন 25 এমবি করে..

$
0
0







সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে প্রতি বাংলালিংক সিমে 500mb করে নিতে পারবেন এবং প্রতিদিন 25 এমবি করে… এর আগে যারা নিয়েছেন এই ওয়েবসাইট থেকে তারা কিন্তু পাবেন না এটা শুধুমাত্র যারা রেজিস্টার করেনি আগে তারাই পাবে।

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

**কিভাবে বাংলালিংক সিমে 500mb নিবেন এবং প্রতিদিন 25 এমবি করে..**

প্রথম নিচের লিংকে ক্লিক করুন…. এই ওয়েবসাইট থেকে যারা এর আগে নিয়েছেন সেই সিমে কিন্তু পাবেন না.

https://eselfcare.banglalink.net

প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করুন।

প্রথমে আপনার নাম লিখুন তারপর আপনার জিমেইল লিখুন তারপর আপনার মোবাইল নাম্বারটি লিখুন যে নাম্বারে এমবি নিতে চান… তারপরে আপনার পাসওয়ার্ড সেট করুন তারপরে সেই পাসওয়ার্ডটি নিচে আবার লিখুন…. Passord ns12NS@ এরকম দিবেন। তারপর নিচের সাইন আপ বাটনে ক্লিক করুন…

দেখবেন সাথে সাথে আপনার সেই সিমে একটি ওটিপি কোড এসেছে..

মেসেজের ঢুকে কোডটি কপি করুন.

তারপর কোডটি পেস্ট করে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন….

দেখবেন ওয়েবসাইটের হোম পেইজে ঢুকে যাবেন…. 500 এমবি আসছে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে অপেক্ষা করুন….

10-15 মিনিট পরে আপনার মেসেজে দেখবেন 500 এমবি দিয়ে দিয়েছে…

তারপর সাইটে গিয়ে দেখতে পারবেন।

এই এমবির মেয়াদ বাড়ানোর জন্য ওয়েব সাইটে প্রতিদিন লগইন করবেন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে….. এবং লগইন করার জন্য আপনাকে 25mb করে দিবে এবং আপনার এমবির মেয়াদ বাড়তে থাকবে ধন্যবাদ…

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]

Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial



HTML tutorial



যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Messenger– https://m.me/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur
আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।

The post আবারো বাংলালিংক সিমে 500 এমবি করে নিন এবং প্রতিদিন লগইনের পাবেন 25 এমবি করে.. appeared first on Trickbd.com.

( বন্ধ সিম অফার) বাংলালিঙ্ক এ 5জিবি মাত্র 49 টাকা, যত ইচ্ছা তত বার

$
0
0

আপনার বন্ধ থাকা বাংলালিংক সংযোগটি চালু করে *১২১*২০০# ডায়াল করে উপভোগ করুন ৫জিবি ইন্টারনেট ৪৯ টাকা, ৪ দিন মেয়াদে।

*১২১*২০০# ডায়াল করে বাড়িয়ে নিতে পারেন ইন্টারনেট, মিনিট বা কল রেট-এ অতিরিক্ত মেয়াদ

উপভোগ করতে পারবেন যত বার খুশি তত বার!

যারা ১ ডিসেম্বর, ২০১৯ বা তার পরে পুনরায় বাংলালিংক বন্ধ সিমটি চালু করেছেন তারা এই অফারগুলো উপভোগ করতে পারবেন।
অফারটি সীমিত সময়ের জন্য।

The post ( বন্ধ সিম অফার) বাংলালিঙ্ক এ 5জিবি মাত্র 49 টাকা, যত ইচ্ছা তত বার appeared first on Trickbd.com.


ধামাকা অফার..!! Banglalink সিমে ১জিবি ইন্টারনেট ফ্রি, দেরি না করে এখুনি নিয়ে নিন।

$
0
0

আসসালামু আলাইকুম।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন।।

কাজের কথায় যাই। কীভাবে অফারটি নিবেন।

প্রথমে *5000*521# ডায়াল করুন… Follow স্কিনশর্ট।


এসএমএস এ দেখাবে ৪৮ ঘন্টার মাঝে পেয়ে যাবেন।

Prove দেখুন… আমি ১ঘন্টার মাঝে পেয়ে গেছি

★যারা ইতিপূর্বে নিয়েছেন তারা আর পাবেন না। অফারটি ১ বার পাবেন। অফারটি পূর্বে নিলে লেখা ডায়াল করার পর এসএমএস আসবে “Dear Subscriber, you are already enjoying our BL Smartphone bundle campaign bonus”

ধন্যবাদ সকলকে। সবাই ঘরে থাকুন সু্স্থ থাকুন।

The post ধামাকা অফার..!! Banglalink সিমে ১জিবি ইন্টারনেট ফ্রি, দেরি না করে এখুনি নিয়ে নিন। appeared first on Trickbd.com.

বাংলালিংকে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান

$
0
0

অনেকেউ হয়ত বলবেন পোস্টটি ফেক। তাদের কে বলে রাখব যদি ফেক মনে করেন তবে নিচের ভিডিওতে প্রমান দেখতে পারেন।

 

বাংলালিংকে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর জন্য আপনাকে একটা এ্যাপ ইনিস্টল করতে হবে। এ্যাপটি ডাউনলোড করতে আপনি এই লিংকে ক্লিক করুন। ওপেন হলে নিচের পেজের মত একটি পেজ পাবেন, সেখান থেকে মার্ক করা অপশনে ক্লিক করে এ্যাপটি ডাউনলোড চাইবে। প্লে স্টোরে ও এ্যাপটি আছে কিন্ত কান্ট্রি লক থাকায় নামাতে পারবেন না। তাই আমি সরাসরি ডাইনলোড লিংক দিলাম।

ডাউনলোড হলে ওপেন করে ইনিস্টল করুন।

Tunnel Whole Device এর ক্লিক করুন।

এরপর best performance ও দিতে পারেন এতে যেকোন সার্ভার থেকে কানেক্ট করাবে। কিন্তু সিলেক্ট করে Singapur দিলে স্পিড ভালো পাবেন।

এরপর আপনার বাংলালিংক নেক কানেকশন  Mobile Data On করে ফিতে নেট চালাতে থাকুন। ।আর বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন-

 

 

The post বাংলালিংকে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান appeared first on Trickbd.com.

[Hot Post] Banglalink টু Banglalink সিমে প্রতিদিন ৫০+৫০ মিনিট কথা বলেন মাএ ২.৫৫ টাকায়।

$
0
0
সবাই কেমন আছেন
আশা করি ভালো আছে

আছকে আমি একটা Banglalink সিম এর ফাটাফাটি অফার নিয়ে এসেছি যা হচ্ছে Tow Cups সার্ভিস।

এই সার্ভিস চালু করে বাংলালিংক টু বাংলালিংক মাএ ২.৫৫ টাকায় ৫০+৫০ মিনিট কথা বলতে পারবেন যে কোনো সময়

আপনাকে প্রথমে Tow Cups সার্ভিসটি রেজিস্ট্রেশন করতে হবে এবং যার সাথে কথা বলবে তাকেও রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন এর সাথে সাথে দুই জনে ৫০+৫০ মিনিট পাবে।

তো শুর করা যাক, কি ভাবে কি করবেন।

প্রথমে Message অপশনে গিয়ে START লিখে 6888 নাম্বারে এসএমএস পাঠান।

তার পর এই রকম একটা এসএমএস আসবে।

তার পর 23690 নাম্বারে Call দিন

তার পর ১ চাপুন তার পর আবার ১ চাপুন।

তার পর এই রকম এসএমএস আসলে কাজ শেষ।

তার পর এই রকম একটা নাম্বার থাকবে এটা হচ্ছে নিক আইডি নাম্বার এই নাম্বারে call দিলে আপনার কাছে কল চলে আসবে।

এই ভাবে দুই জনকে রেজিস্ট্রেশন করতে হবে

কল দিয়ার সময় যাকে কল দিবে তার নিট আইডি নাম্বার তুলে কল দিলে তার কাছে call চলে যাবে।

আর প্রতি দিন ২.৫৫ টাকা কেটে নিয়ে আপনাকে ৫০ মিনিট দিয়ে দিবে এবং মিনিট শেষ হলে আর কল যাবে না।

ধন্যবাদ

The post [Hot Post] Banglalink টু Banglalink সিমে প্রতিদিন ৫০+৫০ মিনিট কথা বলেন মাএ ২.৫৫ টাকায়। appeared first on Trickbd.com.

বাংলালিংক সিম এ নিয়ে নিন ১০ মিনিট এবং ৫০ এমবি সম্পূর্ণ ফ্রিতে !!

$
0
0

হ্যালো বন্ধুরা,
বাংলালিংক দিচ্ছে তাদের গ্রাহকদের জন্য ১০ মিনিট এবং ৫০ এমবি সম্পূর্ণ ফ্রি।এই ১০ মিনিট আপনি যেকোনো অপারেটরে কল করে ব্যবহার করতে পারবেন।এই প্যাকটির মেয়াদ থাকবে ৭ দিন।


Package টি নেওয়ার জন্য আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *৮৮৮# এবং বাংলালিংক দিয়ে কল করুন।

এইরকম পপ আপ একটি Window শো করবে।দেখুন ১ নাম্বারে অফারটি দেখাচ্ছে।এখন আপনি ১ দিয়ে Send করুন।

ব্যাস এখন এইরকমটি দেখাবে এবং SMS আসবে।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী

The post বাংলালিংক সিম এ নিয়ে নিন ১০ মিনিট এবং ৫০ এমবি সম্পূর্ণ ফ্রিতে !! appeared first on Trickbd.com.

বাংলালিংক সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট চালান!! Download!! YouTube!! Browsing!!Free

$
0
0

হ্যালো বন্ধুরা,
বাংলালিংক সিম দিয়ে আপনি ফ্রি নেট ব্যবহার করতে চান তাহলে এই পোষ্ট টি সম্পূর্ণ পড়তে হবে।তা না হলে পরে ফ্রি নেট না চললে আবার কমেন্ট এ বলবেন ফেক পোস্ট। সম্পূর্ণ পড়ে ট্রাই করুন।

এই ফ্রি নেটে যা ব্যবহার করতে পারবেন:
১. Youtube ভিডিও দেখতে পারবেন
২. Download করতে পারবেন
৩. Browsing করতে পারবেন

ফ্রি নেট ব্যবহার করতে যা লাগবে:
১.একটি বাংলালিংক সিম
বিঃ:দ্রঃ সিমটিতে যেন টাকা না থাকে কিন্তু টাকার মেয়াদ থাকতে হবে।
২.একটি ব্রাউজার (Chrome Browser Better)
৩.একটি মোবাইল

প্রথমেই বাংলালিংক সিমে নেট কানেকশন অন করে নিন।এরপর Chrome Browser এ গিয়ে নিচে স্কিনশট এ দেওয়া লিংকটি লিখে সার্চ করুন।অথবা এই লিংকে যান।

একটি সাইট অপেন হবে।ঠিক নিচের স্ক্রিনশট এর মতো দেখাবে।এখানে ফাঁকা ঘরে আপনি যেই সাইট ব্যবহার করতে চান সেটি দিয়ে Go Press করুন।

YouTube এ ভিডিও দেখার জন্য ইউটিউব ক্লিক করুন‌।এখন অনেকে বলবেন ভিডিও চলবে না।দেখুন আমি একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি।


এখন ডাউনলোড কিভাবে করবেন!! ডাউনলোড আপনি ঠিক যেভাবে করেন সেভাবেই করতে পারবেন।আমি একটি গান ডাউনলোড করে দেখাচ্ছি।প্রথমেই একটি সাইটে চলে যাচ্ছি।

দেখুন আমি এই গানটি ডাউনলোড করবো।এর জন্য আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম।

দেখুন ডাউনলোড অপশনে ডাউনলোড শুরু হয়ে গেছে।

বিঃ দ্রঃ Wi-fi আইকন দেখে কেউ বিভ্রান্ত হবেন না।ওটা আমার অন্য ফোনের বাংলালিংক সিমের হটস্পট ব্যবহার করতেছি।
আর যদি আপনার 4G তে কাজ না করে তাহলে অবশ্যই 3G করে নিবেন।
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী

The post বাংলালিংক সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট চালান!! Download!! YouTube!! Browsing!!Free appeared first on Trickbd.com.

Viewing all 437 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>